হাসানই নন, বাংলাদেশ দলের সঙ্গী হচ্ছেন খালেদও

SHARE

চ্যাম্পিয়নস ট্রফির দল গত ১২ জানুয়ারি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে জায়গা হয়নি দুই পেসার খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। ‘হাইব্রিড মডেলের’ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা না হলেও দলের সঙ্গী হচ্ছেন দুজনই।

পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের যৌথ টুর্নামেন্টে খালেদ-হাসানকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
দুজনের সঙ্গে যাওয়ার কথা শোনা যাচ্ছিল আরেক পেসার শরিফুল ইসলামের। তবে ব্যক্তিগত কারণে বাঁহাতি পেসার যাচ্ছেন না বলে জানা গেছে। অবশ্য ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হলে দুজনই দেশে ফিরবেন।

আগামী ১৩ ফেব্রুয়ারি রাতে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল।
মিরপুরে জাতীয় দলের সঙ্গে অনুশীলনে থাকা দুই পেসার সেদিনও রাতের সঙ্গী হবেন। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটি হবে দুবাইয়ে।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।
বাংলাদেশের অন্য দুই ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২৪ ফেব্রুয়ারি কিউইদের বিপক্ষে খেলার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, ২৭ ফেব্রুয়ারি।

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দল :

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।