ঢাকাসহ সারাদেশে ইঞ্জিনচালিত রিকশা চলাচলের অনুমোদন দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন রিকশার মালিক ও চালকরা।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তারা এই দাবি জানান।
সমাবেশে ঢাকা সিটির রিকশা শ্রমিকলীগের সভাপতি আজহার আলী বলেন, “ঢাকার বিভিন্ন স্থানে ইঞ্জিনচালিত রিকশা চলাচল করছে। কিন্তু তাদের সরকারিভাবে কোনো অনুমোদন নেই। তাদের ব্যক্তিগত উদ্যোগে এসব যান পরিচালিত হচ্ছে।”
তিনি বলেন, “সরকারি অনুমোদন না থাকার কারণে এসব রিকশার মালিক ও চালকদের প্রতিনিয়িত বিভিন্ন সমস্যা মোকাবেলা করতে হচ্ছে। অনেকেই ইঞ্জিনচালিত রিকশা চলাচলে বাধা দিচ্ছে। তবে এসব রিকশা যানজট ও সময় বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।”
এ সময় বক্তরা ইঞ্জিন চালিত রিকশাকে অনুমোদন দিয়ে এবং রিকশা শ্রমিকদের মাঝে ইঞ্জনবাহিত যান দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানায়।
সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম বাদলের সভাপতিত্বে সমাবেশে দুই শতাধিক রিকশা শ্রমিক অংশ নেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাবের সামনে থেকে পল্টনের দিকে অগ্রসর হয়।