জয়পুরহাট সদর উপজেলায় দলের এক নেতাকে গ্রেপ্তারে সহযোগিতার অভিযোগ তুলে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
শনিবার দুপুরে উপজেলার পাটের পুকুর গ্রামে এ ঘটনায় চার নারীসহ পাঁচজন আহত হয়েছেন।
জয়পুরহাট সদর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, হামলার খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে জামায়াত-শিবির ‘ক্যাডাররা’ পালিয়ে যায়।
আহতরা হলেন- পাটের পুকুর গ্রামের রৌশন আরা (৬৫), তানজিনা খাতুন (৩৪), কুলসুম বেগম (২৮), ইসাহাক আলী (৪০) ও শাহাদত হোসেন (২৯)।
আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলায় ক্ষতিগ্রস্তরা জানান, জামায়াত-শিবিরের পাঁচ শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগ সমর্থক ১০টি পরিবারের বাড়িতে ভাংচুর, লুটপাট এবং পাঁচটি বাড়িতে আগুন দিয়েছে। তাদের বেধড়ক মারধরে নারী ও শিশুসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার স্থানীয় জামায়াত নেতা শাহ আলমকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় জামায়াত-শিবির কর্মীরা।
এ সময় গোয়েন্দা পুলিশের ওসিসহ পাঁচ পুলিশ আহত হন।
ওই জামায়াত নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসী পুলিশকে সহযোগিতা করেছিল অভিযোগ তুলে তাদের ওপর হামলা চালায় জামায়াত-শিবির কর্মীরা।