রাজনীতি থেকে ফরমালিন দূর করতে হবে: ড. কামাল

SHARE

বাংলাদেশের রাজনীতি থেকে ফরমালিন দূর করার আহ্বান জানিয়ে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, “বাংলাদেশের রাজনীতি থেকে ফরমালিন দূর করতে হবে। খাবারে ফরমালিন দিয়ে পচা ও নষ্ট জিনিসকে যেভাবে উপস্থাপন করা হয়, আমাদের রাজনীতিতেও সেভাবে ফরমালিন দেয়া হচ্ছে।”image_84183

শনিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে এক আলোচনা সভায় ড. কামাল হোসেন এ কথা বলেন। নাগরিক ঐক্যের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ বক্তব্য দেন।

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে নাগরিক ঐক্যের প্রার্থী এস এম আকরামকে জয়ী করতে সেখানকার ভোটারদের প্রতি আহ্বান জানান বক্তারা।