রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জয়ে নতুন পরিকল্পনা প্রণয়ন করেছে ইউক্রেন

SHARE

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জয়ে নতুন পরিকল্পনা প্রণয়ন করেছে ইউক্রেন। মঙ্গলবার (২৭ আগস্ট) এক ফোরামে এ তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার কুরস্কে চলমান অভিযান নতুন পরিকল্পনারই অংশ। নতুন পরিকল্পনাটি যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করা হবে বলে জানান জেলেনস্কি। বলেন, সেপ্টেম্বরে এটি পাঠানো হবে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে। আসন্ন মার্কিন নির্বাচনের দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের কাছেও পাঠানো হবে কপি।

রাশিয়াকে পরাজিত করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি জেলেনস্কির। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তার ওপর নির্ভর করবে বাস্তবায়ন ও সাফল্য। পশ্চিমাদের দেয়া ‘এফ-সিক্সটিন’ ফাইটার জেট ব্যবহার করে বড় ধরণের সাফল্য মিলছে বলে মন্তব্য করেন জেলেনস্কি। তবে, আরও যুদ্ধবিমান প্রয়োজন বলেও জানান তিনি।