বিশ্বকাপে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক কামিন্সের

SHARE

বল হাতে চলতি বিশ্বকাপে দুর্দান্ত সময় পার করছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। বাংলাদেশের পর আফগানিস্তানের বিপক্ষেও হ্যাটট্রিক তুলে নিলেন এ পেসার।

সেন্ট ভিনসেন্টে রোববার (২৩ জুন) সুপার এইটের ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করেছে আফগানরা।

তবে রশিদের দল এদিন যেভাবে শুরুটা করেছিল তাতে সংগ্রহটা আরও বড় হওয়ার কথা। ওপেনিং জুটিতে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান দলকে ১১৮ রান এনে দিয়েছিলেন। যদিও অজিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্ট্রাইকরেটে তারা খুব একটা মনোযোগ দিতে পারেননি। তাদের বিদায়ের পর বাকিরাও ঝোড়ো কোনো ইনিংস খেলতে পারেননি। শেষ ৬.৪ ওভারে আফগানদের মাত্র ৪৮ রানে আটকে দেয়া অজিরা। যেখানে আসল কৃতিত্বটা কামিন্সের।

নিজের প্রথম ২ ওভারে ১৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন কামিন্স। ইনিংসের ১৮ ও নিজের তৃতীয় ওভারে আক্রমণে এসে মাত্র ৪ রান খরচে রশিদ খানের উইকেট তুলে নেন কামিন্স। এরপর ইনিংসের শেষ ওভারে এসে প্রথম দুই বলে করিম জানাত ও গুলাবদিন নাইবকে ফিরিয়ে হ্যাটট্রিক তুলে নেন কামিন্স। পরের ৪ বলে দেন ৭ রান।

মজার বিষয় হচ্ছে, আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও আলাদা দুই ওভারে হ্যাটট্রিক করেছিলেন কামিন্স। ২১ জুনের ওই ম্যাচে ১৮তম ওভারের শেষ দুই বলে মাহমুদউল্লাহ রিয়াদ ও শেখ মেহেদী হাসানকে আউট করার পর ২০তম ওভারের প্রথম বলে তাওহিদ হৃদয়কে শিকার করেছিলেন তিনি।

বিশ্বকাপ ইতিহাসে কামিন্সই একমাত্র বোলার যিনি টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করেছেন। অবশ্য, তার আগে আরও ছয় হ্যাটট্রিকের রেকর্ড থাকলেও কেউই দুবার এমন অর্জনের দেখা পাননি।