কর্মখালির বিজ্ঞাপন আইএসের

SHARE

is vacuncyইন্টারনেটে একাধিক সাইটে দেখা গিয়েছে এই বিজ্ঞাপন৷ কর্মখালির বিজ্ঞাপন দেখে উৎসাহে তাকিয়েছেন অনেকেই৷ কেউ বেকার, কেউ বা চাইছেন বর্তমানের একঘেয়ে চাকরি বদল করে নতুন কোনো আকর্ষণীয় চাকরির সন্ধান পেতে৷ যিনি চাকরির বিজ্ঞাপন দিয়েছেন, তিনি অবশ্য চাকরির পদগুলিকে ‘খুবই আকর্ষণীয়’ বলে উল্লেখ করেছেন৷ বিজ্ঞাপনদাতার নাম আবু সইদ আল-ব্রিটানি৷ ব্রিটেন থেকে কয়েক মাস আগে এই ব্যক্তি পশ্চিম এশিয়ায় এসে নাম লিখিয়েছেন ইসলামিক স্টেটের দলে৷ এই জঙ্গি সংগঠনের পক্ষ থেকে তিনিই কর্মখালির বিজ্ঞাপনটি দিয়েছেন৷

যে ১০টি পদে লোক নিয়োগ করতে আগ্রহী জঙ্গিরা তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেস অফিসারের পদ৷ নাশকতার কাজ সারা বিশ্বে জনপ্রিয় করতে ঠিকমতো বিজ্ঞাপনী প্রচারকের দরকার যে খুবই বেশি তা বুঝেই এমন পদে লোক নেওয়ার বিজ্ঞাপন দিয়েছে জঙ্গিরা৷ এ ছাড়া চিকিৎসক, রাঁধুনি ও মেকানিকের পদের জন্যও লোক নেওয়া হবে বলে লেখা রয়েছে এই বিজ্ঞাপনে৷ সংঘর্ষে প্রতিদিনই যে ভাবে আহতের সংখ্যা বাড়ছে, তাতে চিকিৎসকের প্রয়োজন হওয়া স্বাভাবিক৷ আর খারাপ হয়ে যাওয়া যানবাহন ও অন্যান্য কলকব্জা সারাতে মেকানিকের প্রয়োজনীয়তাও খুবই গুরুত্বপূর্ণ৷

কর্মখালিতে রয়েছে আরও দু’ধরনের বিশেষজ্ঞের চাহিদা৷ প্রথমত, শিক্ষক৷ আইএস-এর দখল করা এলাকায় এই সংগঠন ইসলামকে যেভাবে দেখে সেই আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য উপযুক্ত শিক্ষকের প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি বলে মনে করছে সংগঠন৷ সব শেষে, সংগঠনে বোমা প্রস্তুতকারকের চাহিদার কথাও প্রকাশ করা হয়েছে বিজ্ঞাপনে৷ প্রয়োজনে বোমা বিশেষজ্ঞকে আত্মঘাতী জঙ্গির ভূমিকাও পালন করতে হতে পারে বলে লেখা আছে বিজ্ঞাপনে৷ বিজ্ঞাপনে সাড়া দিয়ে কেউ এগিয়েছেন কি না তা এখনও জানা যায়নি৷