মিয়ানমারের ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ জাতিসংঘ প্রধান

SHARE

জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার বলেছেন, তিনি মিয়ানমারে সামরিক শাসন বিরোধীদের সাথে লড়াইয়ে অনেক বেসামরিক নাগরিক নিহত হওয়ায় এবং দেশটিতে সহিংসতা বেড়েই চলায় ‘গভীরভাবে উদ্বেগ’ প্রকাশ করেছেন।

গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে বলেছেন, ‘মিয়ানমারজুড়ে ক্রমবর্ধমান সহিংসতায় মহাসচিব গভীর উদ্বিগ্ন এবং তিনি দেশটিতে সেনাবাহিনীর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

এএফপির খবরে বলা হয়, রাখাইন রাজ্য এবং সাগাইং অঞ্চলসহ মিয়ানমারের বিভিন্ন এলাকায় সামরিক বাহিনীর এসব হামলায় বহু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।
খবর এএফপি