১০ বছরের পুরনো গাড়ি নিষিদ্ধ দিল্লিতে

SHARE

car indiaদশ বছরের বেশি পুরোনো ডিজেল গাড়ি আর চালানো যাবে না দিল্লিতে৷ মঙ্গলবার এই সিদ্ধান্ত নিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল৷

এনজিটি জানিয়েছে, দিল্লিতে বায়ুদূষণ উদ্বেগজনক হারে বাড়ছে৷ অবস্থা এমন, যে দিল্লি ছেড়ে লোককে চলে যেতে বলা হচ্ছে৷ আর এই দূষণের অন্যতম কারণ হল ডিজেল চালিত গাড়ি৷ ব্রাজিল, চিন, ডেনমার্কের মতো বিভিন্ন দেশ ইতিমধ্যেই ডিজেলে চলা গাড়ি বন্ধ করে দিতে উদ্যোগী হয়েছে৷ দিল্লির মানুষকে দূষণের বিপদ থেকে বাঁচাতে সেখানেও এবার কিছু কড়া পদক্ষেপ করা দরকার বলে মনে হয়েছে তাদের৷ এনজিটি-র প্রধান বিচারপতি স্বতন্ত্র কুমার বলেন, ‘আমরা আগেই বলেছিলাম, দিল্লির মানুষ যাতে প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে অসুস্থতার দিকে না এগিয়ে যায়, তা নিশ্চিত করতে কড়া ব্যবস্থা নিতে হবে৷ তাই আমরা দিল্লি ও এনসিআর এলাকায় দশ বছরের বেশি পুরোনো ডিজেল চালিত হালকা বা ভারী সমস্ত গাড়ির উপর নিষেধাজ্ঞা জারি করলাম৷’ রাজধানীর রেকর্ডে নথিভুক্ত এ রকম গাড়ির একটি তালিকা তৈরি করার জন্য দিল্লি সরকারের পরিবহণ দপ্তরকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল৷ দিল্লিতে বাতাসের দূষণমাত্রা কমানোর বিষয় উদ্যোগী হওয়ার জন্য গত বছরের নভেম্বর-ডিসেম্বরে পরিবহণ দপ্তর ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগকে নির্দেশ দিয়েছিল এনজিটি৷ কিন্তু সেই নির্দেশ মানা হয়নি বলে এদিন দিল্লি সরকারকে ভর্তসনা করেছে তারা৷