এবার উগ্র হিন্দুদের টার্গেট কমল হাসান

SHARE

komolএবার ‘হিন্দুত্বের ধ্বজাধারী’দের নিশানায় বিখ্যাত অভিনেতা কমল হাসান! ট্রেলারেই বাজিমাত করে দিয়েছে তার আগামী ছবি ‘উত্তমা ভিলেন’। কমল হাসানের অন্যান্য ছবির মতো এই ছবিও যে ভারতীয় সিনেমাকে একটা অন্য উচ্চতায় নিয়ে যেতে চলেছে বললে বাহুল্য হবে না। এহেন তামিল ছবি ‘উত্তমা ভিলেন’ নিষিদ্ধ করার দাবি করল কট্টরপন্থী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।

ভিএইচপি-র দাবি, ‘উত্তমা ভিলেন’ ছবিতে ‘ইরানিয়ান নাড়াগম’ গানটিতে যে কথাগুলি ব্যবহার করা হয়েছে, তা নাকি হিন্দু পুরাণের দুই চরিত্র প্রহ্লাদ ও হিরণ্যকশিপুর মধ্যে কথোপকথনকে বিকৃত করা হয়েছে। এর জেরে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত লাগছে। ‘উত্তমা ভিলেন’ মুক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগও জানিয়েছে ভিএইচপি। দলের নেতা কেএল সাথিয়ামুর্তীর কথায়, ‘ভগবান বিষ্ণুর ভক্তদের ভাবাবেগে আঘাত লাগছে গানটির কথায়। প্রহ্লাদ ও হিরণ্যকশিপুর মধ্যে কথোপকথনকে বিকৃত করা হয়েছে। তাই ছবিটি নিষিদ্ধ করার আবেদন জানিয়েছে।’

কমল হাসানের ‘উত্তমা ভিলেন’ ইতোমধ্যেই সাড়া ফেলে দিয়েছে গোটা ভারতে। আপাতত ওই তামিল ছবিটি মুক্তির অপেক্ষায়।