সাধারণত এমনটা কখনওই বলতে শোনা যায় না কোনও বলিউড সেলিব্রিটিকে৷ পারিবারিক বিষয় নিয়ে, নিজেদের ভিতরের টানাপোড়েন নিয়ে প্রকাশ্যে কথা বলাটা যেন সেলিব্রিটিদের একপ্রকার নীতিবিরুদ্ধই৷ মন্ত্রগুপ্তির মতো করেই তারা যেন চেপে রাখেন বাড়ির ভিতরের কথা৷ আর যদি বলতেই হয়, তাহলে শুনে মনে হয়, সেখানে রয়েছে শান্তি আর শান্তি৷ কিন্ত্ত তেমনটা যে হয় না, শান্তির ব্যর্থ পরিহাসের আড়ালে যে কখনও কখনও বেশ অশান্তি থাকে, তা খুল্লমখুল্লাই বলে দিলেন ঋষি কাপুর৷ তার সঙ্গে ছেলে রণবীর কাপুরের সম্পর্ক মোটেই মধুর নয়৷
রণবীর যে নিজের পৈতৃক বাড়ি ছেড়ে ক্যাটরিনাকে নিয়ে অন্য বাড়িতে থাকছেন, তা একেবারেই যে ভালো চোখে নেননি ঋষি, তা বলতে বাদ রাখেননি তিনি৷ তার এই খোলাখুলি কথায় বেশ অবাকই হয়েছে বলিউড৷
নিজের সমালোচনা এখানেই দাঁড়ি টানেননি তিনি৷ বলেছেন, রণবীর অত্যন্ত ভালো স্বভাবের৷ কখনও বাবার অসম্মান, বাবাকে আগাত দেওয়ার মতো কাজ করেননি তিনি৷ আর স্বভাবটা নাকি তিনি পুরোটাই পেয়েছেন মা নিতুর থেকে৷ তিনি নিজে নাকি রণবীরের বয়সে রণবীরের একেবারে উল্টো স্বভাবের ছিলেন৷ বদমেজাজি এবং বেপরোয়া৷ কিন্ত্ত রণবীর একবারেই তাব মতো হননি বলে মনে করেন বলিউডের এক সময়কার সুপারস্টার৷
কোনো রাখঢাক না করেই বলেছেন, তার আর রণবীরের মধ্যে বিশেষ কথাবার্তা হয় না৷ কেমন সম্পর্ক দু’জনের, তা বলতে গিয়ে ঋষি বলেছেন, তারা দু’জন একটা কাচের দেওয়ালের দু’পাশে দাঁড়িয়ে আছেন৷ পরস্পরকে দেখতে পাচ্ছেন৷ কিন্ত্ত দু’জনের মধ্যে কোনো কথা হচ্ছে না৷ এটাও মেনে নিয়েছেন, আর এই অবস্থার বদলও সম্ভব নয়৷ অনেক দেরি হয়ে গিয়েছে৷ রণবীরের বাড়ি বদল বিষয়ে যে তিনি খুবই দুঃখ পেয়েছেন, সে কথা শেষ পর্যন্ত গোপনও রাখতে পারননি প্রাক্তন সুপারস্টার৷