মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী জেনারেল মুহম্মাদ কামারুজ্জামানের রায় কার্যকর প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রায় কার্যকরের জন্য জেল কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে। আদালতের নির্দেশনা পেলেই সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রায় কার্যকর করা হবে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, রায় কার্যকরের বিষয়ে যেকোনো নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
আজ রায় কার্যকর হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা এখন সময়ের ব্যাপার, আদালত নির্দেশনা দিলেই রায় কার্যকর করা হবে।
এদিকে গতকাল সোমবার সকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতার রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। এরপর রায় কার্যকর করার জন্য সকল প্রস্তুতি নেয় কারাকর্তৃপক্ষ।
সন্ধ্যায় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন তার পরিবারের সদস্যরা।
কিন্তু কারা কর্তৃপক্ষ পরে জানায়, আদালতের আদেশ না পাওয়া পর্যন্ত দণ্ড কার্যকর করা হবে না। মঙ্গলবার দুপুর দেড়টা পর্যন্ত আদালতের আদেশ পাননি কর্তৃপক্ষ।
            
	

