রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার জন্য জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান মাত্র কয়েকঘণ্টা সময় পাবেন। এর পরপরই রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার দুপুর ২টার দিকে আইনমন্ত্রীর কার্যালয়ে রায় বিষয়ক প্রতিক্রিয়া ও মতামত জানতে চাওয়া হলে তিনি একথা জানান।
রায় নিয়ে তিনি বলেন, কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহালের রায়ে সরকার সন্তুষ্ট।
সোমবার সকালে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তাকে দেওয়া ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্তভাবে বহাল থাকলো।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউয়ের এ রায় ঘোষণা করেন।