বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতির অভিযোগে দুই মামলায় হাজিরা দিতে বকশিবাজারের বিশেষ জজ আদালতে উপস্থিত হয়েছেন।
রোববার সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি আদালত প্রাঙ্গণে উপস্থিত হন।
এরআগে সকাল ৯টা ৫০ মিনিটে আদালতের উদ্দেশে গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে রওনা হন খালেদা জিয়া।
গত ৩ জানুয়ারি রাতে কার্যালয়ে প্রবেশ করার পর এই প্রথম তিনি বের হলেন।এরমধ্যে গত তিন মাস ধরে সারাদেশে নির্দলীয় সরকারের অধীনে নির্বা্চনের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধ ও হরতাল পালন করেন বিএনপি নেতৃত্বাধীন ২০দল।
কার্যালয়ে বসেই এ্ আন্দোলন কর্মসূচি পরিচালনা করেন খালেদা জিয়া।
খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন দলের ভা্ইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।
খালেদা জিয়া আদালত প্রাঙ্গণে পৌঁছার পর তার আইনজীবীরা তাকে স্বাগত জানান। পরে তিনি আদালতের ভেতরে প্রবেশ।