ভারতে ভগবত গীতার কাহিনী নিয়ে এক প্রতিযোগিতায় শীর্ষস্থান পেয়েছে মুসলিম এক কিশোরী। ১২ বছর বয়সী মরিয়ম সিদ্দিকী মহারাষ্ট্রের কসমোপলিটন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস (ইসকন) গত জানুয়ারিতে ‘গীতা চ্যাম্পিয়ন লিগ’র আয়োজন করে। এতে ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় দেশটির ১৯৫টি শহরের সাড়ে চার হাজার প্রতিযোগী অংশ নেয়। গীতার নানা বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল এ প্রতিযোগিতায়। দীর্ঘ প্রতিযোগিতা শেষে গত ১৫ মার্চ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মরিয়ম সিদ্দিকী বলে, ‘আমি সব সময় ধর্ম বিষয়ে জানতে আগ্রহী। অবসর সময়ে আমি এসব পড়ি। শিক্ষকের কাছে এই প্রতিযোগিতার কথা জানার পর চিন্তা করলাম, নিজেকে পরীক্ষা করতে এটা আমার জন্য ভালো সুযোগ। এটা আমার মা-বাবাকে জানানোর পর প্রতিযোগিতায় অংশ নিতে আমাকে উৎসাহিত করেন তারা।’
সে আরও বলে, ‘বিভিন্ন ধর্মের বিষয়ে আমি বিস্তারিত পড়ালেখা করেছি। আমি বুঝতে পারি, ধর্মের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানবিকতা।’
মরিয়মের বাবা আসিফ সিদ্দিকী বলেন, ‘আমরা বিশ্বাস করি, সব ধর্মকে সম্মান দেওয়া উচিত। কোনো ধর্মেই ঘৃণা বা ভুল প্রচার করা হয় না। যদিও কিছু মানুষ ধর্ম সম্পর্কে আমাদের ভুল তথ্য জানায়। আমাদের সন্তানদের সঙ্গে ধর্ম সম্পর্কে নানা আলোচনা করি; এতে তারা ভালো-মন্দ বুঝতে পারে।’
কসমোপলিটন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিক স্বপ্না ব্রাহ্মণ বলেন, ‘সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতার কথা জানানোর পর অনেকেই এতে অংশ নেয়। স্কুলের সব পরীক্ষায় মরিয়মের ফল খুবই ভালো। প্রতিযোগিতায়ও নিজেকে প্রমাণ করেছে সে।’ সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস