‘সবাইকেই মারতে এসেছি আমরা’

SHARE

nairobiগারিসা বিশ্ববিদ্যালয় চত্বরে এখন শ্মশানের শান্তি৷ ১৩ ঘণ্টার গুলির যুদ্ধ শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের সর্বত্র ছড়িয়ে রয়েছে পড়ুয়াদের মৃতদেহ৷ গোনা শেষ করে এক পুলিশকর্মী জানালেন, ১৪৭ জন ছাত্রছাত্রীকে খুন করা হয়েছে এখানে৷ আহত ৭৯৷ আল-শাবাবের নারকীয় তাণ্ডবের পর কেনিয়া প্রশাসন ঘোষণা করেছে সংগঠনের প্রধান শেখ আবদিয়াসিস আবু মুসাবের ঠিকানার খোঁজ দিলে এক লক্ষ ৫৬ হাজার বৃটিশ পাউন্ড পুরস্কার দেওয়া হবে৷ ভারতীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ এক কোটি ৪৪ লক্ষ টাকার কিছু বেশি৷

জঙ্গি নাশকতা থামার পর বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসা ছাত্রছাত্রীরা শোনাতে শুরু করেছেন ভয়াবহ গণহত্যার বর্ণনা৷ এখানকারই ছাত্র নাসের আবদুরহমান জানালেন, এক মুখোশপরা জঙ্গির সামনে হাঁটু গেড়ে বসে প্রাণভিক্ষা চাইছিল তিন ছাত্রী৷ হয়তো তাদের ছেড়ে দেওয়াও হতো৷ কিন্তু তিন জনেই প্রাণভিক্ষা চাইবার সময় যিশুর নামে প্রার্থনা করেছিল৷ এই ‘অপরাধেই’ পর পর তিন জনের মাথায় গুলি করে তাদের হত্যা করে ওই আততায়ী৷ আবদুরহমান জানিয়েছেন, এই হত্যার দৃশ্যে আতঙ্কিত ছাত্রছাত্রীরা প্রাণের ভয়ে চিত্কার করে উঠলে তাদের দিকে ফিরে শান্ত গলায় ঘাতক জঙ্গি ঘোষণা করে, ‘আমাদের থেকে বেশি কিছু আশা করো না৷ এক এক তোমাদের সবাইকেই মারব আমরা৷’

কপালজোরে রক্ষা পাওয়া ছাত্রী হেলেন টিটাস জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একাংশকে মাটিতে বসিয়ে প্রথমে পবিত্র কোরান থেকে কিছু অংশ পাঠ করতে বাধ্য করা হয়, তার পর তাদের মাথায় গুলি করে হত্যা করে জঙ্গিরা৷ নাইরোবির বাসিন্দা ফ্রেড মুসিনাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সকালে তার মেয়ে বিশ্ববিদ্যালয় থেকে একবার ফোন করে এই হামলার কথা জানান৷ দুপুরে ফের ফোন আসে মেয়ের মোবাইল থেকে৷ এক জঙ্গি ফ্রেডকে জানায়, ‘তোমার মেয়েকে এইমাত্র গুলি করে মেরেছি৷ এবার প্রেসিডেন্ট কেনিয়াট্টাকে বলো সোমালিয়া থেকে সেনা সরাতে৷’

পড়ুয়াদের একাংশ জানিয়েছেন, হামলা চালানোর আগে বেশ কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয় চত্বরে ঘুরে সবকিছু খুঁটিয়ে দেখে গিয়েছিল জঙ্গিরা৷ আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কয়েক দিন আগেই৷ বিশ্ববিদ্যালয়ের ওপর নজরদারির পর হামলার ছক তৈরি হয়৷ হামলার প্রধান চক্রী হিসেবে সন্দেহ করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ মাহমুদকে৷ তার মাথার দাম দু’ লক্ষ ১৫ হাজার ডলার ঘোষণা করা হয়েছে৷

১৯৯৮ সালে নাইরোবির মার্কিন দূতাবাসে হামলার পর কেনিয়ার মাটিতে এতবড় জঙ্গি নাশকতা ঘটেনি৷ ১৯৯৮-র হামলায় নাইরোবিতে প্রাণহানি হয়েছিল ২১৩ জনের৷ এই ঘটনার রূপকার ছিল আল-কায়দা ও ইজিপশিয়ান ইসলামিক জিহাদ৷ এর ১৫ বছর পর ফের গণহত্যা প্রত্যক্ষ করে নাইরোবি৷ এবার ওয়েস্টগেট শপিং মলে ৬৭ জনকে হত্যা করে আল-শাবাব৷ দু’বছরের মধ্যেই কেনিয়া-সোমালিয়া সীমান্তবর্তী গারিসা শহরের বিশ্ববিদ্যালয়ে নাশকতা চালায় আল-শাবাব৷