গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ১৬ হাজার

SHARE

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার সরকারি গণমাধ্যম অফিস জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে আজ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ হাজার ২৪৮ জনে দাঁড়িয়েছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এসব তথ্য জানানো হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে শিশু সাত হাজার ১১২ জন। নারী রয়েছে ৪ হাজার ৮৮৫ জন।
এছাড়া ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয়েছে ৪৩ হাজার ৬১৬ জন। সেইসঙ্গে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে ১৫ লাখের বেশি।
নিহতদের মধ্যে রয়েছে ২৮৬ জন মেডিক্যাল পরিষেবা কর্মী। যাদের মধ্যে চিকিৎসকও আছেন।
ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা ৮১ জনে পৌঁছেছে।
গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ও ইসরায়েলের মধ্যে এ যুদ্ধ গত ২৪ নভেম্বর প্রথমবারের মতো চারদিনের যুদ্ধবিরতি চুক্তি হয়। দুই ধাপে তা তিন দিন বাড়ানো হয়। তবে গত শুক্রবার সকালে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে উভয়পক্ষের মধ্যে ফের তুমুল লড়াই শুরু হয়েছে।