ইব্রার নতুন চমক ‘ডাবল ওভারহেড’

SHARE

বছর তিনেক আগে ৩০ গজের বাইসাইকেল কিকে ফুটবল বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ফ্রেন্ডলির পর তার সমর্থককূলের নতুন চমকের অপেক্ষা এক বছরের মধ্যে মিটেছিল। চ্যাম্পিয়ন্স লিগে ঘণ্টায় ১৫০ কিমির গোলে। আন্ডারলেখটের বিরুদ্ধে তার যে গোলকে ফুটবলের ইতিহাসে অন্যতম কঠিন শট বলে ধরা হয়। মঙ্গলবার ফের তিনি শিরোনামে। এ বারও ফুটবল বিশ্বকে চমকে দিলেন নিজস্ব ভঙ্গিতে। তিনি- জ্লাতান ইব্রাহিমোভিচ।

দেশের জার্সিতে ৫৪তম গোলের সুবাদে সুইডেন ফ্রেন্ডলিতে এ দিনই ৩-১ হারায় ইরানকে। তবে গোলের থেকেও ম্যাচে সুইডিশ মহাতারকার কয়েক সেকেন্ডের ব্যবধানে দু’বার ওভারহেড কিক মারা নিয়ে হইচই পড়ে গিয়েছে। যে শটে গোল হয়নি, তবে কর্নার থেকে ইব্রা যত দ্রুত দু’বার শট নেন সেই প্রচেষ্টাটাই প্রায় অসম্ভব বলা হচ্ছে। অসম্ভব ফিটনেস না থাকলে এত দ্রুত পরপর ওভারহেড শট মারা প্রচণ্ড কঠিন বলেই মত ফুটবল বিশেষজ্ঞদের। সুইডিশদের থেকেও ফ্রেন্ডস এরিনায় প্রায় চৌত্রিশ হাজার দর্শকদের অধিকাংশই সমর্থন করছিলেন অ্যাওয়ে টিমকে। সুইডেনে বসবাসকারী প্রায় ষাট হাজার মানুষ আছেন যাদের জন্ম ইরানে। মাঠের দাপটে ইব্রা তাদের চুপ করিয়ে দেন। শুরুতেই সুইডেনকে এগিয়ে দেওয়ার পর ডাবল ওভারহেড শটের জাদু দেখে সমর্থনে কিছুটা ভাঁটা পড়ে যায়।

ইব্রাকে নিয়ে এমনিতেই রসিকতা আছে তিনি নিয়ম মানেন না। যা অসম্ভব, সেটা নিজস্ব ভঙ্গিতে করে দেখানোই তার স্টাইল। মঙ্গলবারও এমন মুহূর্ত উপহার দেওয়ার চেষ্টা কম করেননি। তার সমথর্করা হয়তো প্রিয় তারকার আরও একটা অবিস্মরণীয় কীর্তি চাক্ষুষ দেখা থেকেও বঞ্চিত হতেন না। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। সোশ্যাল মিডিয়ায় তাই বলা হচ্ছে, ‘ইব্রার এই ব্যর্থতা এটা বুঝিয়ে দিল খুব দ্রুত পরিচিত স্টাইলে নতুন একটা চমক দেবেন সুইডিশ তারকা। গোটা সিনেমাটা আসছে। এটা স্রেফ ট্রেলার।’