ইংল্যান্ডের লিঙ্কনশায়ার কাউন্টির এক দম্পতি দু বছরে দুইবার এক মিলিয়ন পাউন্ডের লটারি জিতেছে।
ডেভিড লং এবং তার স্ত্রী ক্যাথলিন প্রথমবার ১০ লাখ পাউন্ড জেতেন ২০১৩ সালে।
তারপর গত ২৭ মার্চ দ্বিতীয়বারের মতো ইউরো-মিলিয়ন লটারিতে একই অঙ্ক অর্থাৎ মিলিয়ন পাউন্ড জিতেছেন স্বামী-স্ত্রী ।
কাজ ছেড়ে দিয়েছেন বিরল এই ভাগ্যবান ট্রাকচালক ডেভিড।
লটারি প্রতিষ্ঠান ক্যামেলটও বলছে, এ ধরণের লটারি ভাগ্য বিরল। তবে মি লং তার এই লটারি ভাগ্যে খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করেননি।
“আমি সবসময়ই জানতাম আমি একদিন জিতবো। প্রথমবার যখন জেতার আগে আমার কেন যেন মনে হয়েছিল, আমিই জিতবো।”
দু বছর আগে প্রথমবার জেতার পর এই দম্পতি তাদের টিকিটটি ময়লার বিনে ফেলে দিয়েছিলেন। কারণ তারা ভুল করে ভেবেছিলেন, তারা দুই পাউন্ডের কিছু বেশি জিতেছেন।
প্রথমবার লটারি জেতার আগে কঠিন অর্থসঙ্কটে চিলেন ডেভিড লং। টানা তিন বছর ধরে অসুস্থ থাকায় কাজ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল।
কিন্তু লটারি জেতার তিনদিন পর অবসর নিয়ে নেন সাবেক এই ট্রাকচালক।
১২ বছরের বাগ্দত্তাকে সাথে সাথেই বিয়ে করে ফেলেন। সুখে কাটছে বিরল ভাগ্যবান এই দম্পতির জীবন।– বিবিসি