বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু

SHARE

mishaowজাপানে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি মিসাও ওকাবা বুধবার মারা গেছেন। ১১৭তম জন্মদিন পালনের একমাস পর তার মৃত্যু ঘটলো।

ওসাকার যে নার্সিং হোমে তিনি থাকতেন সেখান থেকে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল সাতটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ওকাবা ১৮৯৮ সালের ৫ মার্চ জন্মগ্রহণ করেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরুর কালে তিনি ছিলেন কিশোরী এবং চাঁদে মানুষ যখন প্রথম পা রাখে তখন তার বয়স ছিল ৭০ বছর।

ওকাবা ১১৪ বছরে পা রাখার পর বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে গিনেস রেকর্ডবুকে স্থান পান।
গত মাসে তার জন্মদিন পালন উৎসবে ১৯ শতকে জন্ম নেয়া মুষ্টিমেয় কিছু লোক উপস্থিত ছিলেন।

জাপানে দীর্ঘজীবী লোকের সংখ্যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। দেশটিতে সাকারি মোমই নামের এক ব্যক্তি ফ্রেবুয়ারিতে ১১২তম জন্মদিন পালন করে।

তবে ওকাবার মৃত্যুর পর ধারণা করা হচ্ছে বিশ্বে বর্তমানে সবচেয়ে বয়স্ক ব্যক্তি আমেরিকার গারটুড ওয়েভার। তার বয়স ১১৬ বছর।