আরও ৮ জনের করোনা শনাক্ত

SHARE
বজ্রপাত

করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও আটজনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিরপীতে শনাক্তের হার এক দশমিক ২৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৫ হাজার ৮৮০ জন। এরমধ্যে ২৯ হাজার ৪৭৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৫৩৮ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।