ব্লগার ওয়াশিকুর হত্যায় দুই ছাত্রের রিমান্ড

SHARE

blog arrestরাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়িতে অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান বাবু (২৬) হত্যার ঘটনায় গ্রেফতার দুই ছাত্রকে আট দিনের রিমান্ড দেয়া হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ মঙ্গলবার দুপুরে জিকরুল্লাহ ও আরিফুল ইসলামকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম ইউনূস খান শুনানি শেষে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, ওই হত্যার ঘটনায় আটক জিকরুল্লাহ ও আরিফুল ইসলামসহ চারজনকে আসামি করে সোমবার রাতে তেজগাঁও থানায় হত্যা মামলা করেন ওয়াশিকুরের ভগ্নিপতি মনির হোসেন। পরে আটকদের গ্রেফতার দেখানো হয়।
মামলার অপর আসামিরা হলেন- হত্যার সঙ্গে প্রত্যক্ষ জড়িত আবু তাহের ও পরিকল্পনাকারী মাসুম।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার রাতে নিহত বাবুর ভগ্নিপতি চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বেগুনবাড়ি এলাকায় তাকে দুর্বৃত্তরা কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে ওয়াশিকুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।