ম্যাচ হারের কারণ জানালেন সাকিব

SHARE

চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচেই যেন মুদ্রার উল্টো পিঠ দেখলো বাংলাদেশ দল। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ব্যাটারদের চরম ব্যর্থতায় ১৩৭ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে লিটন-মুশফিকরা। টাইগারদের অধিনায়ক সাকিব মনে করেন, শুরুতে উইকেট হারানোই পরাজয়ের অন্যতম কারণ।
ম্যাচ শেষে সাকিব বলেন, ‘টস জিততে পারাটা ভালো ছিল। গতকাল রাতেও কিছু বৃষ্টি হয়েছে। আমাদের শুরুটা ভালো হয়নি, বিশেষ করে প্রথম দশ ওভার। আমরা দারুণভাবে ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেটা দেরি হয়ে গিয়েছিল। আপনি যখন প্রথম দশ ওভারেই চার উইকেট হারিয়ে ফেলবেন তখন ৩৫০ রান তাড়া করা অসম্ভব।’
তিনি আরও বলেন, ‘আমাদের দারুণ একটা পরিকল্পনা ছিল, কিন্তু আমরা সেটি মাঠে বাস্তবায়ন করতে পারেনি। প্রথম পাঁচ-ছয় ওভার বল দারুণ মুভ করছিল। এটা একটা লম্বা টুর্নামেন্ট। আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আরও কঠিন কিছু ম্যাচ আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের এগিয়ে যেতে হবে এবং আমরা এই ম্যাচে যে সমস্ত ইতিবাচক দিকগুলো পেয়েছি সেগুলো সম্পর্কে চিন্তা করতে হবে।’