বিএসএফ’র গুলিতে আহত দুই বাংলাদেশি

SHARE

bsf28কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত এলাকায় বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ বাবু শেখ (৩৫) ও আবুল কাশেম (৩৬) কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিজিবি সূত্র ও এলাকাবাসীরা জানান, মঙ্গলবার সকাল ছয়টার দিকে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসার পথে চল্লিশপাড়া এলাকার ১৫৭/১২ আর নং সীমান্ত পিলারের কাছে টের পেয়ে সেখানে টহলরত ভারতের বহরমপুর সেক্টরের ৪৩ বিএসএফ’র সদস্যরা গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে পর পর তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে দুই গরু ব্যবসায়ী পায়ে গুলিবিদ্ধ হয়।

পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া বিজিবি’র ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুল কালাম আজাদ জানান, দুই বাংলাদেশিকে গুলি করার প্রতিবাদে বিজিবি’র পক্ষ থেকে ভারতের ৪৩ বিএসএফকে প্রতিবাদ পত্র পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ বাবু চল্লিশপাড়ার সোলাইমানের ছেলে ও কাশেম মৃত হানিফ মিয়ার ছেলে।