হায়রে কপাল মন্দ আমার মেয়র পদ বন্ধ

SHARE

haji selimঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে সংসদ সদস্য পদ ছাড়তে পদত্যাগপত্র পাঠালেও তা গ্রহণ না করাটা নিজের জন্য দুর্ভাগ্যজনক বলে সংসদে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম।

সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে হাজী সেলিম এ মন্তব্য করেন।

এ সময় তিনি সরস ভঙ্গিতে একটি গানের প্যারোডি করে বলেন, হায়রে কপাল মন্দ- মাননীয় স্পিকার আপনি থাকতে আমার মেয়র পদ বন্ধ।  আপনি যদি পদত্যাগপত্রটি গ্রহণ করতেন তাহলে আমি দক্ষিণে চলে যেতাম। আমার কপালটাই মন্দ।

স্পিকার বলেন, মাননীয় সদস্য আপনার পদত্যাগ পত্রটি আসলে কোথায় ? আমার কাছে তো নেই।

উত্তরে হাজী সেলিম বলেন, আমি পদত্যাগপত্রটি পাঠিয়েছিলাম কিন্তু আপনি নেননি, তা ছিড়ে ফেলেছে আরেক জন।