পিএসজি ছেড়ে আল-আহলিতে যোগ দিলেন ড্রাক্সলার

SHARE

ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে কাতারের আল-আহলিতে যোগ দিলেন জার্মান মিডফিল্ডার জুলিয়ান ড্রাক্সলার। ফরাসি ক্লাব সোমবার এ কথা জানিয়েছে।
২৯ বছর বয়সী ড্রাক্সলার স্থায়ী চুক্তিতে দোহা ভিত্তিক দলটিতে যোগ দিয়েছেন। যদিও চুক্তির বিস্তারিত সম্পর্কে কিছু জানা যায়নি। ফরাসি জায়ান্টদের হয়ে চুক্তির এক বছর বাকি ছিল ড্রাক্সলারের।

গত মৌসুমে ১২ দলের কাতার স্টার্স লিগে অষ্টম স্থানে ছিল আল-আহলি। ২০২৫ সাল পর্যন্ত তাদের সাথে ড্রাক্সলারের চুক্তি হয়েছে। ইতালি মিডফিল্ডার মার্কো ভেরাত্তি ও আবদু দিয়ালোর পর তৃতীয় ইউরোপীয়ান খেলোয়াড় হিসেবে কাতারের কোন ক্লাবে যোগ দিলেন ড্রাক্সলার। ভেরাত্তি ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আল-আরাবিতে যোগ দিয়েছেন। গত মাসে পিএসজি ছেড়ে আল-আরাবিতে যোগ দিয়েছেন সেনেগালিজ ডিফেন্ডার দিয়ালো।
২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান দলের সদস্য ছিলেন ড্রাক্সলার। ২০১৭ সালের জানুয়ারিতে পিএসজিতে যোগদানের আগে শালকে ও উল্ফসবার্গে খেলেছেন। গত মৌসুমে অবশ্য বেনফিকায় ধারে খেলেছেন।