থাইল্যান্ডের সামরিক জান্তা জেনারেল প্রায়ুথ চান –ওচা দাবি করেছেন, দেশের চলমান পরিস্থিতিতে দেশ পরিচালনার জন্য তাকে সমর্থন জানিয়েছেন দেশটির রাজা ভূমিবল আদুলাজাদিজ।
গত বৃহস্পতির সামরিক ক্যুর মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর সোমবার সকালে সামরিক বাহিনীর হেডকোয়ার্টারে আনুষ্ঠানিকভাবে সরকার প্রধান হিসাবে দায়িত্ব নেন প্রায়ুথ। এরপর অভ্যুত্থান পরবর্তী প্রথম সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
সামরিক বাহিনীর সদর দপ্তরে সাদা ইউনিফর্মে উপস্থিত হয়ে তিনি বলেন, সংকটময় মুহূর্তে সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণ এবং দেশ পরিচালনায় তাকে সমর্থন জানিয়েছেন রাজা।
সামরিক জান্তা ক্ষমতার গ্রহণের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের কঠোরভাবে সতর্ক করে দেয়ার একদিন পর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া