জি-২০ সম্মেলন শেষ হওয়ার আগেই দিল্লি ছাড়লেন বাইডেন

SHARE

ভারতের নয়াদিল্লিতে দুই দিনব্যাপী ‘জি-২০ শীর্ষ সম্মেলন’ আজ (রোববার) শেষ হচ্ছে। তবে, সম্মেলন শেষ হওয়ার আগেই দিল্লি ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
আজ রোববার (১০ সেপ্টেম্বর) সকালে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে ভিয়েতনামের উদ্দেশে দিল্লি ছাড়েন তিনি।

এর আগে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভারতে যান বাইডেন। সেই দিনেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
মোদির সঙ্গে ৫০ মিনিটের বৈঠকে দুই নেতাই দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছেন। এরপর শনিবার জি-২০ সম্মেলনে যোগ দেন।
জি-২০ সম্মেলন শেষে দুই দিনের সফরে রোববার সন্ধ্যয় ঢাকায় আসবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৯০ সালে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট মিত্রান্দের পর ম্যাক্রোঁই প্রথম নেতা যিনি বাংলাদেশ সফরে আসছেন।