গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

SHARE
gopalganjjগোপালগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলায় মাঝিগাতী ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ছয়জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে এবং আনিচ কাজী (২৫) নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দীর্ঘদিন ধরে মাঝিগাতি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মুকসুদ আলী খাঁন ও সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মুকুল খাঁনের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের হিসেবে রোববার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অন্তত ৫০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি জানান,এ সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে ১৬ জনকে আটক করা হয়েছে। অন্যদের আটক করতে অভিযান চলছে।