আবারও লো স্কোরিং ম্যাচ!

SHARE
final3প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনাল খেলতে নেমে ১৮৩ রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচে এটি অবশ্য এককভাবে সর্বনিম্ন রান নয়।
আগে ব্যাট করে মাত্র ১৮৩ রানে অলআউট হওয়ার ঘটনা বিশ্বকাপে আরো একবার ঘটেছে। ১৯৮৩ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই রানে অলআউট হয় কপিল দেবের ভারত। লো স্কোরিং ম্যাচটিতে ক্যারিবীয়দের ১৪০ রানে গুটিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে যায় ভারত।
ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েড, গর্ডন গ্রিনিজদের নিয়ে গড়া বিধ্বংসী ব্যাটিং লাইনআপ নিয়েও ১৮৪ রানের লক্ষ্যে পৌছাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
ওইসময় একদিনের ক্রিকেট হতো ৬০ ওভারের। এখন ৫০ ওভারে। তুলনায় তাই একটু বেশি (৪.০৬) গড়ে রান করতে হবে অসিদের।
আর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে লো-স্কোরিং ম্যাচ হওয়ার নজির এই বিশ্বকাপেই আছে। ঠিক একমাস আগে অকল্যান্ডে গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪৯ রানেই গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া।
ব্রেন্ডন ম্যাককালামের ঝড়ো ব্যাটিং সত্ত্বেও সেই রান অতিক্রম করতে কিউইদের ৯ উইকেট হারাতে হয়েছে।
মাঠ ভিন্ন হলেও, দল সেই দুটিই, খেলোয়াড়রাও।
তবে কি আরো একটি লো স্কোরিং ম্যাচ হতে যাচ্ছে বিশ্বকাপ ফাইনালে? জোর বাতাস দিচ্ছে ১৯৮৩’র ফাইনাল।!