রেকর্ডময় ঝলমলে অভিষেক জয়সওয়ালের, ছুটছে ভারত

SHARE

টেস্ট অভিষেকে চমক দেখিয়ে চলেছেন, সেঞ্চুরি হাঁকিয়ে ছুটছেন ভারতের যশস্বী জয়সওয়াল। শতক পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মাও। প্রথমদিনে ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে গুটিয়ে দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে ছুটছে ভারতও। জয়সওয়ালের রেকর্ডময় অভিষেকে ভর করে দ্বিতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ পৌঁছে গেছে ২ উইকেটে ৩১২ রানে।
ডমিনিকার উইন্ডসর পার্কে দুই টেস্টের সিরিজে প্রথমটিতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। প্রথমদিনে অশ্বিনের ঘূর্ণিতে দাঁড়াতেই পারেনি উইন্ডিজ। ৬০ রানে ৫ উইকেট তুলে নেন ভারতের অফস্পিনার। ১৫০ রানে গুটিয়ে যায় স্বাগতিক ইনিংস।
দিনের শেষে ব্যাটে নেমে শুরুটা দারুণ করে রোহিতের দল। ওপেনিংয়ে অধিনায়কের সঙ্গী হন ২১ বর্ষী বাঁহাতি জয়সওয়াল। যিনি অভিষেক টেস্টেই গড়েছেন একগাদা রেকর্ড। প্রথমদিনে ৪০ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনে খেলার পুরোটাই ব্যাট করেছেন জয়সওয়াল। ৩৫০ বল খেলে ১৪ চারে ১৪৩ রানে অপরাজিত আছেন। সঙ্গী ৩৬ রানে অপরাজিত বিরাট কোহলি।
দিনের শুরুতে বিনা উইকেটে ৮০ রান নিয়ে খেলা শুরু করে ভারত। রোহিত-জয়সওয়ালের ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের জুটিতে দুজনেই তুলে নেন সেঞ্চুরি। পুরো দিন খেলে টেস্ট ইতিহাসের ১১৫তম ব্যাটার হিসেবে অভিষেকে শতক তুলে নেন জয়সওয়াল। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি ১৭তম। তবে বিদেশের মাটিতে অভিষেক টেস্টে সেঞ্চুরি করা ভারতীয়দের মধ্যে অবস্থান পঞ্চম। আর ভারতীয় ওপেনারদের মধ্যে তৃতীয়।
১৯৭৯ সালে এশিয়ার বাইরে ভারতের সর্বোচ্চ জুটি ছিল ২১৩ রানের, সেই রেকর্ড ভেঙে এবার সর্বোচ্চ রানের ওপেনিং জুটি গড়েছেন রোহিত-জয়সওয়াল। জুটির রেকর্ডের বাইরে ব্যক্তিগত অর্জনও অনেক জয়সওয়ালের।
১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে মোহাম্মদ আজহারউদ্দিন ৩২২ বল খেলে ১১০ রান করেছিলেন। যা ভারতের হয়ে অভিষেক টেস্টে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড। ৩৯ বছর পর সেই রেকর্ড ভেঙে ৩৫০ বল খেলে ছুটছেন জয়সওয়াল।
অন্যদিকে ১০ চার আর দুই ছক্কায় ২২১ বলে ১০৩ রান করে নবম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে আউট হন রোহিত। প্রথম উইকেট হারানোর পর নেমে থিতু হতে পারেননি শুভমন গিল। ১১ বলে ৬ রান করে সাজঘরের পথ ধরেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে উইকেট দুটি তুলেছেন অলিক আথানাজে ও জোমেল ওয়ারিকান।