বাবা-ছেলে দুজনকেই আউট করে অনন্য রেকর্ড অশ্বিনের

SHARE

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে বাবা-ছেলে দুইজনকেই আউট করে অনন্য রেকর্ড গড়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিন এ কীর্তি গড়েন তিনি।
১২ বছর আগে শিবনারায়ন চন্দরপলকে আউট করেছিলেন অশ্বিন। এক যুগ পর তারই ছেলে ত্যাগনারায়ণ চন্দরপলকে প্যাভিলিয়নে ফেরান তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এমনই এক রেকর্ড গড়েছেন অশ্বিন। তবে টেস্ট ক্রিকেট ইতিহাসে বাবার পর ছেলেকে আউট করার বিরল রেকর্ড এর আগে আরও চারজন গড়েছেন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৫০ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা। ইনিংসের ১৩তম ওভারে দুর্দান্ত এক ডেলিভারিতে ত্যাগনারায়ণ চন্দরপলকে বোল্ড করেন অশ্বিন। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে বাবা-ছেলে দুজনের উইকেট নেওয়ার রেকর্ড এখন তার দখলে।
বিশ্ব ক্রিকেটে বাবা-ছেলের উইকেট নেয়াদের তালিকায় ভারতের অশ্বিন পঞ্চম। তার আগে অনন্য এই কীর্তি গড়েছেন ইয়ান বোথাম, ওয়াসিম আকরাম, মিচেল স্টার্ক ও সাইমন হারমার।