পুতিনকে ফের প্রেসিডেন্ট হিসেবে চান ৬৮ শতাংশ রাশিয়ান

SHARE

২০২৪ সালে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে রাশিয়ানরা কাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় সেটি জরিপ করেছে রাশিয়ান লেভাদা সেন্টার। এই জরিপে উঠে এসেছে যে, প্রায় ৭০ শতাংশ রাশিয়ান নাগরিক পুনরায় ভ্লাদিমির পুতিনকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান।
ইয়াহু নিউজের খবরে বলা হয়েছে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনকে পুনরায় নির্বাচিত করতে চান ৬৮ শতাংশ নাগরিক।
জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে যারা পুতিনকে পুনরায় দেখতে চান তাদের ২৯ শতাংশ বলেছেন যে, পুতিন সঠিকভাবে নেতৃত্ব দেন এবং রাষ্ট্রকে শক্তিশালী করেন। এছাড়া ২০ শতাংশ জানিয়েছেন যে, পুতিন একজন ভালো প্রেসিডেন্ট।
এছাড়া ১৭ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন যে, পুতিন জনগণের পক্ষে এবং স্থিতিশীলতার পক্ষে এবং তার কোনো বিকল্প নেই।
যারা পুতিনকে পুনঃনির্বাচিত করতে চান তাদের বেশিরভাগই ৫৫ বছর বা তার বেশি বয়সি এবং জরিপ অনুসারে ধনী রাশিয়ান।
এছাড়াও ৩৯ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন যে, পুতিন আইন প্রয়োগকারী সংস্থার স্বার্থে কাজ করেন। এটি দুই বছরে খুব বেশি পরিবর্তন হয়নি।
রাশিয়ায় ২০২৪ সালের মার্চ মাসে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০২০ সালে পুতিন দেশের সংবিধানে সংশোধনী আনার পর এটিই হবে রাশিয়ায় প্রথম প্রেসিডেন্ট নির্বাচন। ওই সংশোধনী পুতিনকে পুনরায় নির্বাচন করার অনুমতি দেয়।
পুতিন ২০০০ সালে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে প্রথম নির্বাচিত হন। ২০০৮ সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি। এপরপর তিনি ২০১২ এবং ২০১৮ সালে পুনরায় নির্বাচিত হন।