সাম্প্রতিক ঘটনায় র্যাবকে সাবধান করে দিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে বলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের পুলিশের জবাবদিহি শীর্ষক এক আলোচনায় এ কথা বলেন তিনি।
র্যাবের উদ্দেশে মিজানুর বলেন, ‘র্যাব সাবধান। আইন মানতেই হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আইন অমান্য করতে পারবেন না।’
র্যাবের ভাবমূর্তি সংকট তুলে ধরে তিনি বলেন, ‘তাদেরকে মানবাধিকার কমিশনের সঙ্গে কাজ করতে হবে। কমিশনের কথা ও সুপারিশ শুনতে হবে। কিন্তু তারা সামাজিক বিতর্ক থেকে দূরে থাকতে চাইলে সংকট আরো ঘনীভূত হবে।’
এ সময় মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, ‘বর্তমান অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার ও জবাবদিহি নিয়ে আলোচনা করার সবচেয়ে উপযুক্ত সময়।’
অনুষ্ঠানে র্যাবের কোনো কর্মকর্তাকে উপস্থিত না দেখে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা র্যাবকে বিভিন্ন সময় যেসব সুপারিশ করেছিলাম, তা গুরুত্ব দিয়ে বিবেচনা করলে সাম্প্রতিক ঘটনা ঘটতো না।’
ভারতের কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভসের পরিচালক মায়া দারুয়ালা বলেন, ক্ষমতায় থেকে কেউ পুলিশকে যা বলবে, আর পুলিশ তা করবে, তা হতে পারে না। প্রতিটি কাজ হওয়া উচিত আইন অনুযায়ী।
মানবাধিকার কমিশনের সদস্য কাজী রিয়াজুল হক বলেন, আজকে নারায়াণগঞ্জের ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ। এই সমস্যা সমাধানে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়মুক্তি দেয়ার সংস্কৃতির সমালোচনা করেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পরিচালক সারা হোসেন।
জাতীয় মানবাধিকার কমিশন এবং ভারতের কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভসের যৌথ আয়োজনে এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, পুলিশের প্রতিনিধি, বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও আইনজীবীরা অংশ নেন। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে সন্ধ্যা পর্যন্ত।