কিয়েভে রাতভর রুশ ড্রোন হামলা

SHARE

ইউক্রেনের কর্নেল জেনারেল ও কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো টেলিগ্রামে এক পোস্টে বলেন, ‘কিয়েভের উপর আরেকটি শত্রু আক্রমণ। এই মুহুর্তে সম্ভাব্য হতাহতের বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোন তথ্য নেই।’ খবর টিআরটির
প্রত্যক্ষদর্শীরা প্রতিরক্ষা ব্যবস্থার লক্ষ্যবস্তুতে আঘাত হানার ও বিস্ফোরণের শব্দ শুনেছেন। হামলার মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
কিয়েভ, এর অঞ্চল এবং কেন্দ্রীয় ও পূর্ব ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল স্থানীয় সময় রোববার ভোররাতে প্রায় এক ঘন্টা বিমান হামলার সতর্কতার অধীনে ছিল।
এদিকে হোয়াইট হাউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরের সপ্তাহে ট্রান্সআটলান্টিক নিরাপত্তা সহযোগিতা এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে কথা বলতে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনকে আতিথ্য দেবেন।
বুধবারের বৈঠক সম্পর্কে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, দুই নেতা ‘আমাদের ক্রমবর্ধমান নিরাপত্তা সহযোগিতা পর্যালোচনা করবেন এবং তাদের দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করবেন যে সুইডেনের যত তাড়াতাড়ি সম্ভব ন্যাটোতে যোগদান করা উচিত।’
ক্রিস্টারসন এক বিবৃতিতে বলেছেন, ‘আমি আনন্দিত যে প্রেসিডেন্ট বাইডেন পরের সপ্তাহে ভিলনিয়াসে ন্যাটো সম্মেলনের আগে আমাদের একটি বৈঠকে আমন্ত্রণ জানাচ্ছেন। এই সফরের ফোকাস হবে সুইডেনের ন্যাটো যোগদানের দিকে।’
হোয়াইট হাউস বলেছে যে, বাইডেন এবং ক্রিস্টারসন ইউক্রেনকে সমর্থন করার অঙ্গীকার নিয়েও আলোচনা করবেন।