এবার ৩২ দলের ফিফা ক্লাব বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে

SHARE

যুক্তরাষ্ট্র ২০২৪ সালে কোপা আমেরিকার আয়োজক। ২০২৬ সালে দেশটি ফিফা বিশ্বকাপ আয়োজন করবে মেক্সিকো ও কানাডার সঙ্গে। মাঝের বছরেও তাদের ব্যস্ততা থাকবে। শুক্রবার ফিফা কাউন্সিল সর্বসম্মতিক্রমে আমেরিকাকে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ আয়োজক ঘোষণা করেছে।
এই বিশ্বকাপ হবে ৩২ দল নিয়ে। গত তিন বছরের চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন ম্যানসিটি, রিয়াল মাদ্রিদ ও চেলসিসহ ১২টি ইউরোপিয়ান দল অংশ নেবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন। তবে ওয়ার্ল্ড লিগস ফোরাম এই সিদ্ধান্তকে অজ্ঞতা উল্লেখ করেছে।
ফিফা এক বিবৃতিতে জানায়, “২০২৫ সাল হবে পেশাদার পুরুষ ক্লাবগুলোর শীর্ষ মঞ্চ। প্রয়োজনীয় অবকাঠামো ও স্থানীয় বিশাল স্বার্থ মাথায় রেখে ৩২ দলের ক্লাব বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রকে আদর্শ আয়োজক মনে হচ্ছে।”
এখনও নতুন টুর্নামেন্টের সময়সূচি চূড়ান্ত হয়নি। গ্রীষ্মের এক ফাঁকে এটি হবে বলে ধারণা।