বাংলাদেশের অস্থিরতা ভারতকে প্রভাবিত করে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী

SHARE

manik sarkerভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, প্রতিবেশী দেশ বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করলে তা ভারতের শান্তি ও স্থিতিশীলতাকেও প্রভাবিত করে।

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাতে ত্রিপুরায় বাংলাদেশ ভিসা অফিস আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মানিক সরকার।

ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ওই অনুষ্ঠানে মানিক সরকার বলেন, ‘বাংলাদেশ আমাদের নিকটতম প্রতিবেশী এবং যদি সেখানে কোনো প্রকার রাজনৈতিক অস্থিতিশীলতা বা অস্থিরতা থাকে, তবে তা আমাদের ভারতের শান্তি ও স্থিতিশীলতাকে প্রভাবিত করে। প্রতিবেশী হিসেবে আমরা সবসময় চাই, আমাদের প্রতিবেশী রাষ্ট্রে শান্তি ও স্থিতাবস্থা বজায় থাকুক।’

তিনি আরো বলেন, ‘যারা বাংলাদেশেকে একটি সার্বভৌম দেশ হিসেবে গঠনের বিরুদ্ধে ছিল, তারা সব সময়ই দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।’

অনুষ্ঠানে বাংলাদেশ ভিসা অফিসের প্রথম সচিব ওবায়দুর রহমান বলেন, ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে নানা পর্যায়ে ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু জনগণের সহায়তায় বাংলাদেশ সবসময়ই এসব পরিস্থিতিতে জয়লাভ করেছে।

বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন রাজ্যটিতে ১৬ লাখ শরণার্থী আশ্রয় নিয়েছিল, যা সে সময় ত্রিপুরার মোট জনসংখ্যার চাইতেও বেশি ছিল। সূত্র: পিটিআই