সোমালিয়ার রাজধানী মোগাদিসুর হোটেলে সন্ত্রাসী হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে সুইজারল্যান্ডে সোমালিয়ার রাষ্ট্রদূত ইউসুফ বারিবারি রয়েছেন। হোটেলটি সরকারি কাজে ব্যবহার করা হতো। জঙ্গিগোষ্ঠী আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।
আফ্রিকান ইউনিয়ন মিশন (এএমআইএসওএম) সংবাদমাধ্যম আলজাজিরাকে জানায়, মক্কা আল-মুকারামা হোটেলে শুক্রবার প্রথমে বোমা বিস্ফোরণ ও পরে বন্দুক হামলা চালায় সন্ত্রাসীরা।
আল-শাবাব ওই হামলার দায় স্বীকার করেছে। সশস্ত্র এই গোষ্ঠী ২০১৩ সালে এই হোটেলেই আক্রমণ চালিয়েছিল।
বার্তা সংস্থা এএফপিকে নিরাপত্তা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ হুসেন জানান, অন্তত চারজন হামলাকারী হোটেলের ভেতরে থাকা বেশ কিছু লোককে অবরুদ্ধ করে। এর মধ্যে কিছু লোক হোটেলের জানালা দিয়ে লাফিয়ে পড়ে।
বাইরে নিরাপদে বেরিয়ে আসা একজন জানান, হামলাকারীরা ভেতরে যাকেই খুঁজে পাচ্ছে, তাকেই হত্যা করছে।
বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রশিক্ষিত সোমালিয়ার বিশেষ বাহিনী জঙ্গিদের হটিয়ে হোটেলের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে।
এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয় বলে জানা গেছে। সর্বশেষ খবর মতে, সংঘর্ষ চলছে। জঙ্গিরা হোটেলের ছাদে গিয়ে গুলি ও গ্রেনেড ছুড়ছে।
তথ্যসূত্র : আলজাজিরা, বিবিসি।