
এই সিদ্ধান্তের মাধ্যমে ইতালির দীর্ঘ আইনি আর আলোচিত হত্যা মামলার সমাপ্তি ঘটতে যাচ্ছে। খবর বিবিসির।
মিজ কার্চারের সঙ্গে একই রুমে থাকতেন অ্যামান্ডা নক্স। ২০০৭ সালে সেই কক্ষেই মৃত আর রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় কার্চারকে। ছুরিকাঘাতে মৃত অবস্থায় তাকে উদ্ধারের পর সেদিনই এই যুগলকে পুলিশ গ্রেপ্তার করে।
ব্রিটিশ শিক্ষার্থী মেরেডিথ কার্চারকে হত্যার অভিযোগে ২০০৯ সালে এই যুগলকে দোষী সাব্যস্ত করা হলেও দুইবছর পর সেই আদেশ স্থগিত করা হয়। কিন্তু তার বিরুদ্ধে আপিল হলে আরেকটি আদালত গতবছর সেই দণ্ড পুনর্বহাল করে।
এই যুগল অবশ্য বরাবরই নিজেদের নির্দোষ বলে দাবি করে আসছে। কেন আদালত তাদের নির্দোষ বলে মনে করেছে, সেটা ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরই জানা যাবে।
এই রায়ের পর নির্ভার লাগছে বলে মন্তব্য করেছেন অ্যামান্ডা নক্স।
অন্যদিকে নিহত কার্চারের মা আরলিন মন্তব্য করেছেন যে, তিনি এই রায়ে বিস্মিত এবং আহত হয়েছেন।
এই মামলায় অভিযুক্ত আরেকজন, রুডি হেরম্যান গুয়েডে নামের একজন আইভরি কোস্টের নাগরিক ষোল বছরের কারাদণ্ড ভোগ করছেন