সৌদি লিগের মৌসুমসেরা একাদশে নেই রোনালদো

SHARE

অনেক ডামাঢোল পিটিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়েছিল সৌদি আরবের ক্লাব আল নাসের। বড় তারকাকে পেয়ে প্রচারের আলোতেও এসেছিল সৌদির আরবের ফুটবল।
কিন্তু সেই অর্থে নামের প্রতি সুবিচার করতে পারেননি রোনালদো। ব্যাক্তিগত কিংবা দলগত—দুটোতেই ছিলেন ব্যর্থ। তাই তো সৌদি লিগের মৌসুম সেরা একাদশেও জায়গা মেলেনি পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের।
গত ছয় মাস ধরে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন রোনালদো। নিজের প্রথম মৌসুমে দলগতভাবে কিছুই জেতা হয়নি তাঁর। সৌদি প্রো লিগে দ্বিতীয় হয়েছে আল নাসের। চ্যাম্পিয়ন হয়েছে আল ইত্তিহাদ।
এ ছাড়া কিংস কাপ ও সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে রোনালদোর দল। এ ছাড়া ব্যক্তিগত সাফল্যও নেই তেমন রোনালদোর। যদিও মৌসুমের মাঝামাঝিতে যোগ দেওয়াতে খেলার সুযোগও হয়নি তেমন। মৌসুমে মোট ৩০ ম্যাচের মধ্যে তিনি খেলেছেন ১৬টিতে। যার মধ্যে করেছেন ১৪ গোল। যা দিয়ে মৌসুমের সেরা একাদশে জায়গা হয়নি। সেরা একাদশে সর্বোচ্চ ৫ খেলোয়াড় হলো চ্যাম্পিয়ন আল ইত্তিহাদের। আল নাসের থেকে জায়গা পেয়েছেন মোটে দুজন। বাকিরা অন্য দলের।