এ বছরের শুরু থেকেই সময়টা বেশ দারুণ কাটছে লুইস সুয়ারেজের। বার্সেলোনার প্রায় প্রতিটা ম্যাচেই নৈপুণ্য দেখিয়ে চলেছেন উরুগুয়ের এই তারকা।
গত রোববার মৌসুমের দ্বিতীয় ‘এল ক্লাসিকো’য় রিয়াল মাদ্রিদের বিপক্ষে সুয়ারেজের গোলেই জয় পায় বার্সা। খেলার প্রথমার্ধ ১-১ গোলে সমতায় থাকার পর দ্বিতীয়ার্ধে দারুণ এক গোলে দলকে জয় এনে দেন সুয়ারেজ।
ম্যাচের পর ওই গোলটিকে নিজের বার্সেলোনা ক্যারিয়ারের সবচেয়ে সেরা গোল বলেও মন্তব্য করেন উরুগুইয়ান স্ট্রাইকার। আর দলের জয়ের জন্য সব সতীর্থদেরই কৃতিত্ব দেন তিনি।
বার্সেলোনায় চারবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী খেলোয়াড় লিওনেল মেসির পাশে খেলছেন সুয়ারেজ। আর্জেন্টাইন তারকার পাশে খেলতে পারাটাকে পরম আনন্দের মনে করেন প্রাক্তন লিভারপুল স্ট্রাইকার।
সেই সঙ্গে সুয়ারেজ এটাও মনে করেন যে, মেসির মতো তার আরেক সতীর্থ নেইমার ভবিষ্যতে ফিফা ব্যালন ডি’অর জিতবেন।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা’কে সুয়ারেজ বলেন, সে (নেইমার) একজন নিষ্ঠাবান খেলোয়াড়। আমার বিশ্বাস, সে ভবিষ্যতে এক-দুবার ব্যালন ডি’অর জিতবে।