সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

SHARE

sirajganjসিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে অাদালত তাকে ২০ হাজার টাকা জরিমানারও নির্দেশ দেন।

সোমবার দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মাসুদুর রহমান আসামির সামনে এ রায় দেন। অভিযোগ প্রমানিত না হওয়ায় ৮ জনকে বেকসুর খালাসের অাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুস সালাম (৩৩) উল্লাপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।

কোর্ট উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, ২০০৮ সালের ২৬ জুলাই রাতে যৌতুকের দাবিতে স্ত্রী ফাতেমা খাতুনকে (২৮) শ্বাসরোধ করে হত্যার পর কেরোসিন ঢেলে পুড়িয়ে ফেলে অাসামি। পরে বিষয়টি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের মামা গোলবার হোসেন বাদি হয়ে ৯ জনকে আসামি করে উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ শুনানি শেষে আদালত অাজ (সোমাবার) সালামের ফাঁসির অাদেশ দেন। ‌‌‌