মার্কিন গোয়েন্দা তৎপরতার রাজধানী হয়ে উঠেছে জেনেভা এবং মার্কিন গোয়েন্দারা সুইজারল্যান্ডে প্রায় নির্বিবাদে তৎপরতা চালাতে পারে। মার্কিন গোয়েন্দা তৎপরতায় সাধারণ ভাবে সুইস গোয়েন্দা বাহিনী বাধা দেয় না বলে জানিয়েছেন মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। সুইস টিভি চ্যানেল আরটিএস’কে এ কথা বলেছেন তিনি । মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে রাশিয়া থেকে এ ভিডিও সাক্ষাৎকার দেন স্নোডেন।
স্নোডেন বলেন, সুইজারল্যান্ড বিশেষ করে জেনেভা মার্কিন গোয়েন্দা তৎপরতার রাজধানী হয়ে ওঠার কারণ বেশ চিত্তাকর্ষক এবং এখনো তা অপরিবর্তিত রয়ে গেছে
তিনি বলেন, জাতিসংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্টসহ অনেক সংস্থার সদর দফতর রয়েছে সুইজারল্যান্ডের জেনেভায়। এ ছাড়া, বিশ্বের নানা দেশের সরকার, দূতাবাস, আন্তর্জাতিক সংস্থা, এনজিওসহ অনেক সংস্থার প্রতিনিধিও রয়েছেন এ শহরে। এ ছাড়া, সুইজারল্যান্ডের জুরিখ, বার্নসহ অন্যান্য শহরও মার্কিন গোয়েন্দাদের শ্যেন নজর থেকে রক্ষা পায় নি বলেও জানান তিনি।
জেনেভায় মার্কিন গোয়েন্দা হিসেবে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে স্নোডেন বলেন, সুইস গোয়েন্দাদের পরোয়া করে না মার্কিনীরা।- আইআরআইবি