বর্তমানের পুলিশ জনগণের পুলিশে রূপান্তর হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

SHARE

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশকে জনগণের পুলিশের হিসেবে দেখতে চেয়েছিলেন। বর্তমানের পুলিশ জনগণের পুলিশ হিসেবেই রূপান্তর হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর রাজারবাগে ডিএমপির ৪৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিএমপিতে এখন ৫০টি থানা রয়েছে। সব থানায় পুলিশ মানুষকে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে। দেশে যখন জঙ্গিরা দিশেহারা হয়েছিল; ঠিক তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ডিএমপিতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম গঠন করা হয়। পরে ওই ইউনিটের সদস্যরা নিরলসভাবে কাজ করে সফলভাবে জঙ্গি দমন করে। এছাড়াও ২০১৪ সালে আগুন সন্ত্রাসকেও পুলিশ সফলভাবে মোকাবেলা করেছে।
মন্ত্রী বলেন, রাজধানী ঢাকায় দুই কোটি মানুষ বসবাস করছেন। দিন রাত পরিশ্রম করে ৩৪ হাজার পুলিশ সদস্য তাদের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। রাজধানীবাসীর নিরাপত্তার জন্য পুরো ঢাকা সিসি ক্যামেরায় আওতায় আনা হবে বলেও জানান তিনি।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান প্রমুখ।
সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, সমসাময়িক অপরাধীদের ধরন ও গতি প্রকৃতির ধরন বিবেচনা করে বিশেষত সাইবার অপরাধ দমনে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে যুগ উপযোগী পুলিশী সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। অতীতে যারা জঙ্গি, সন্ত্রাস ও নাশকতা সৃষ্টি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ শক্ত হাতে দমন করেছে।
ডিএমপি কমিশনার বলেন, বিশ্বের অন্যতম মেগাসিটি, বৈচিত্র্যময় মহানগরী ঢাকার সার্বিক আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখা, অপরাধ দমন ও নিয়ন্ত্রণ, উন্নয়ন প্রকল্প সুষ্ঠুভাবে সম্পাদন ও বিনিয়োগবান্ধব স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে টিম ডিএমপি বাংলাদেশ পুলিশের মুখ্যছবি হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জঙ্গি, সন্ত্রাস নাশকতা দমন স্থিতিশীল আইনশৃঙ্খলা ও জনমনে পুলিশি সেবা নিশ্চিত করা।