বছরের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল লিভারপুল

SHARE

ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের প্রথম ম্যাচে বড় ধাক্কা খেল লিভারপুল। অপেক্ষাকৃত দুর্বল দল ব্রেন্টফোর্ডের কাছে ৩-১ গোলের বড় ব্যবধানে হেরেছে তারা।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই দিশেহারা লিভারপুল। ১৯ মিনিটে ইব্রাহিমা কোনাতের আত্মঘাতি গোলে পিছিয়ে পরে তারা।
ম্যাচের ৪২তম মিনিটে উয়নে উইসার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রেন্টফোর্ড।
বিরতির পর কিছুটা ধার ফেরে অলরেডদের। এতে ৫০তম মিনিটে এক গোল শোধ দেয় তারা। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের দুর্দান্ত ক্রসে অরক্ষিত অক্সলেইড-চেম্বারলেইনের হেড জড়ায় জালে।
তবে শেষ দিকে ক্যামেরুন ফরোয়ার্ড ব্রায়ান এমবেউমোর গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রেন্টফোর্ড। এদিন নিজেদের ছায়া হয়ে থাকলেন মোহামেদ সালাহ-দারউইন নুনেসরা।
এই জয়ে ১৮ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এলো ব্রেন্টফোর্ড। ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তাদের ঠিক উপরে রয়েছে লিভারপুল।
আর ১৬ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি।