ফাইনালে বাঁশি বাজাবেন পোলিশ রেফারি

SHARE

ফুটবল বিশ্বকাপের পর্দা নামতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা। লুসেইল স্টেডিয়ামে রোববার আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের মধ্য দিয়ে আসরের সমাপ্তি ঘটবে। ফাইনাল ম্যাচের রেফারির নাম জানিয়েছে ফিফা। পোল্যান্ডের সাইমন মার্সিনিয়াক শিরোপা নির্ধারণী খেলায় বাঁশি বাজাবেন।
এবারের বিশ্বকাপের গ্রুপপর্বে ফ্রান্স-ডেনমার্ক এবং শেষ ষোলোতে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন মার্সিনিয়াক। ফ্রান্স-ডেনমার্ক ম্যাচে তিনটি এবং আর্জেন্টিনা-অস্ট্রেলিয়ার মধ্যকার লড়াইয়ে তিনি দুটি হলুদ কার্ড দেখান।
৪১ বছর বয়সী এ রেফারি ২০১৮ সালে উয়েফা সুপার লিগে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের ফাইনাল ম্যাচেও বাঁশি বাজিয়েছিলেন।
ফাইনালে মার্চিনিয়াকের সহকারী হিসেবে থাকবেন তাঁর স্বদেশি পাভেল সোকোলনিৎসকি ও তমাস লিস্তকিয়েভিচ।
এর আগে শনিবার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ক্রোয়েশিয়া ও মরক্কোর মধ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রেফারি থাকবেন কাতারের আব্দুল রহমান আল জসিম। তার সহকারী হিসেবে থাকবেন তালেব আল মারি এবং সাউদ আহমেদ আলমাকালেহ।