গ্যাস পাইপলাইনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ

SHARE

গ্যাসের চলমান পাইপলাইনের কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আজ সোমবার (১২ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে আসেন মন্ত্রিপরিষদ সচিব।
সচিব জানান, অনেক জায়গায় গ্যাসের পাইপলাইনের কাজ চলছে। এসব কাজ দ্রুত শেষ করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।
বৈঠকে সাইবার নিরাপত্তার বিষয়ে আরও জোর দিতে বলা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
এছাড়া দেশের সব সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আর্থিক আয়-ব্যয়ের জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভা বৈঠকে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গত কয়েক মাস ধরে সারা বিশ্বেই অর্থনৈতিক সংকট চলছে। স্বাভাবিক কারণেই বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। এই অবস্থায় সরকার ব্যয় সংকোচন এবং কৃচ্ছ্বতা সাধন নীতি অবলম্বন করেছে। কোথাও যেন অপচয় না হয় সে ব্যাপারে কড়া নির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান। সেই ধারাবাহিকতায় এবার আয়-ব্যয়ে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার সিদ্ধান্ত নিলো মন্ত্রিপরিষদ।