হেরে আর্জেন্টাইন রেফারির ওপর ক্ষোভ ঝাড়লেন পেপে

SHARE

নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা ম্যাচের রেফারিং নিয়ে তর্ক-বিতর্ক চলছে। কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ওই ম্যাচে অভিজ্ঞ রেফারি লাহোজ মোট ১৮টি কার্ড দেখিয়েছেন। ‘তর্ক’ করায় মেসিও হলুদ কার্ড খেয়েছেন।
এরপর মরক্কোর বিপক্ষে পর্তুগালের ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আর্জেন্টাইন রেফারির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন পর্তুগালের ৩৯ বছর বয়সী সেন্ট্রাল ডিফেন্ডার পেপে। সাবেক রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারের ইঙ্গিত, রোনালদোকে বিদায় করতে মেসির সঙ্গে কথা বলে বাঁশিতে ফু দিতে এসেছিলেন তিনি।
ম্যাচ শেষে ডিফেন্ডার পেপে বলেন, ‘একজন আর্জেন্টাইন রেফারি ম্যাচ পরিচালনা করেছেন, এটা অগ্রহণযোগ্য। গতকালের ম্যাচের পরে একজন আর্জেন্টাইন মেসির সঙ্গে পরামর্শ করে ম্যাচ পরিচালনা করতে এসেছিলেন।’
ম্যাচের দ্বিতীয়ার্ধে অতিরিক্ত সময়ই দেওয়া হয়নি বলে দাবি করেছেন পেপে, ‘দ্বিতীয়ার্ধে অতিরিক্ত সময় দেওয়া হয় মাত্র ৮ মিনিট। আট মিনিটে কিছুই খেলা যায় না। আমরা কঠোর চেষ্টা করেছি, আমাদের জয় পাওয়ার মতো সামর্থ্য ছিল। কিন্তু র্দূভাগ্যবশত আমরা জয় পাইনি।’
পর্তুগালের বিপক্ষে ম্যাচের ৪২ মিনিটে গোল করেন সেভিয়ায় খেলা মরক্কোর স্ট্রাইকার ইউসেফ নাসেরি। ওই গোল পর্তুগাল শোধ করতে পারেনি। প্রথম আফ্রিকার দেশ হিসেবে, আরব দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছে মরক্কো।