‘মাঠে নয়, পদত্যাগপত্র জমা দিতে হয় স্পিকারের কাছে’

SHARE

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, পদত্যাগপত্র জমা দিতে হয় স্পিকারের কাছে, মাঠে নয়।
আজ শনিবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শুনলাম বিএনপির সাত এমপি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আপনাদের পদত্যাগের গণতান্ত্রিক অধিকার আছে। কিন্তু ঘোষণা তো মাঠে দিলে হবে না। এ সরকার এরশাদ কিংবা খালেদা জিয়ার সরকার নয়। এটা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার। এ সরকারকে ধাক্কা দিয়ে ফেলানো যায় না।
মাহবুবুল আলম হানিফ বলেন, আমি বিএনপিকে বলেছিলাম জোশে বেহুশ হইয়েন না। পরে পুলিশের হাত-পা ধরা লাগবে। অনেক হয়েছে আপনাদের আন্দোলন। এখন বাড়ি যেয়ে বিশ্রাম নিন।