সৌদি যুবরাজের ইসলামাবাদ সফর স্থগিত

SHARE

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ইসলামাবাদ সফর স্থগিত করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন তথ্য নিশ্চিত করেছে। নতুন করে অন্য এক তারিখে এ সফরটি আয়োজিত হবে বলে আশা করা হচ্ছে।
রোববার তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, ‘পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বলেছেন যে সৌদি যুবরাজের এ সফরটির সময় পুনর্নির্ধারণ করা হচ্ছে। এখন এ সফরের জন্য নতুন তারিখ নির্ধারণ করা হবে দু’পক্ষের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে।’
পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের মতে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২১ নভেম্বর তারিখে দেশটিতে সফর করবেন এবং এখানকার ভঙ্গুর অর্থনীতিকে সহায়তা করার জন্য আরেকটি আর্থিক বেলআউট প্যাকেজ ঘোষণা করবেন।
এই সপ্তাহের শুরুর দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মিসরের শার্ম এল-শেখে কপ-২৭ জলবায়ু পরিবর্তন সম্মেলনের সময় সৌদি নেতার সঙ্গে দেখা করেন। ওই সময় তিনি আশা প্রকাশ করেন যে এবারের আসন্ন সফর দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও উন্নীত করবে।